জাহাঙ্গীর,ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ৩৪৭ বোতল ভারতীয় মদসহ কামরান(৩৫) নামের ১ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। ভোর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকা থেকে এসব মদসহ তাকে আটক করা হয়। কামরান সিলেট শহরের আখালিয়া-ধানহাটা এলাকার মৃত রহমত আলী ওরফে মিনজা মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বড়কাপন এলাকা অভিযান চালায়। এসময় মদের চালান নিয়ে সটকে পড়ার আগেই ৩৪৭ বোতল মদ সহ কামরানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বিভিন্ন ব্র্যান্ডের এসব মদের মধ্যে ভারতীয় অফিসার চয়েজ ও হুইস্কি জাতীয় মদ রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।##