হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্রদের শপথ গ্রহণ মঙ্গলবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবীর কালিগঞ্জের ১০ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহন করেন উপজেলার বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষীন শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ কুমার মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা
ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ গাজী শওকত হোসেন, রতনপুর
ইউপি চেয়ারম্যান আলিম আলরাজি টোকন ও মৌতলা
ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। একইদিনে বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১” শ ৭টি ওয়ার্ডের ইউপি সদস ও ৩৫টি সংরক্ষিত আসনের ইউপি সদস্যাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ্জামান বাপ্পী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।