কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু’র “মা” বকুল বালা দাশ এর ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩১জানুয়ারি) নাংবাদিক পরিবারের আয়োজনে কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর নিজ বাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় পালিত হয়। বাড়ীর আঙ্গিনায় সকালে মায়ের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়, নাম সংকীর্তন পরিবেশন কীর্তনীয়া পরিতোষ অধিকারী ও পাটবাড়ী গুরুদব তপন গোস্বামীর পুত্র গোপাল গোস্বামী। স্বর্গীয় মা বকুল বালা দাশ ও স্বর্গীয়-বাবা কালিপদ দাশ এর আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত মহোৎসবে বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্নদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি গাজী জাহাঙ্গীর কবির , সাধারণ সম্পাদক অধ্যাপক জিএম আতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মনোজিত কুমার মন্ডল ,কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, কালিগঞ্জ সরকারি স্কুলের সহকারি শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান , কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, কালিগঞ্জ প্রেসক্লাবের এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ কৃষি ব্যাংকের কর্মকর্তা কবি শওকত ওসমান, জনতা ব্যাংকের সাবেক ক্যাশিয়ার শ্যামল বিশ্বাস, ও ঠাকুরদাস স্বর্ণকার, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা বিশিষ্ট লেখিকা ইলা দেবী মল্লিক, শিক্ষিকা ও সঙ্গীত শিল্পী কনিকা সরকার সহ অন্যান্য সাধু-সন্ন্যাসীরা সহ আত্মীয়-স্বজন প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুত্রদ্বয় সড়ক ও জনপথ বিভাগের সাবেক কর্মচারী গোকুল কৃষ্ণ দাশ, ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রাধাপদ দাশ, জেলা পরিষদের সাবেক কর্মচারী অনিল কৃষ্ণ দাশ ঘের ব্যবসায়ী ছোট্টু কুমার দাশ , সড়ক ও জনপথ বিভাগের চাকরিজীবী পল্টু কুমার দাশ, ব্যবসায়ী গৌর পদ দাশ, ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, বড় কন্যা পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কানন বালা দাশ, ও ছোট কন্যা মিনতি রানী দাশ।