মোঃ শামীম পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালী।
আজ পহেলা ফেব্রুয়ারি ২০২২ সকাল ১০.৩০ মিনিটের সময় পটুয়াখালী মেডিকেল কলেজের দ্বিতীয় লেকচার গেল্যারীতে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষকদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক ডা: ফয়জুল বাসার স্যারের সভাপতিত্বে ও সভা পরিচালনায় ডা: সিদ্বার্থ স্যার ও সভার আনুষ্ঠানিক সহ আপ্যয়ন ও সকল সহযোগিতায় ডা:জিয়াউল করিম স্যার।
উক্ত পটুয়াখালী মেডিকেল কলেজের বিদায় অনুষ্ঠান সভায় স্বাগত বক্তব্যে দেন ডা: মোঃ জিয়াউল করিম. কর্মকর্তা ও কর্মচারী পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে দেন মোঃ সাইদুর রহমান হিসাব রক্ষক কর্মকর্তা ও মোঃ শামীম।
উক্ত বিদায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে দেন বিদায়ী শিক্ষক মহাদয় গন.পটুয়াখালী মেডিকেল কলেজের অনেক সৃতিচারন করে এক বুকভরা কষ্ট নিয়ে বিভিন্ন শিক্ষক মহাদয় গন কর্ম জীবনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরপ্রাপ্ত হয়ে যেতে হয়। এবং অনেকেই আবার চাকরির সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে বদলী হতে হয়। তাই তারা সকল শিক্ষক গন উক্ত পটুয়াখালী নবগঠীত পটুয়াখালী মেডিকেল কলেজের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিগণের প্রতি কৃতজ্ঞতার কথা বলে সকলের প্রতি দোয়া ও ভালবাসার এক দৃষ্টি নন্দন করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজের বিদায়ী অবসরকৃত:-
১/ডা:মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক গাইনী,
২/অধ্যাপক ডা:একে এম মাজহারুল ইসলাম মেডিসিন,
৩/অধ্যাপক ডা:হোসাইন আহমেদ এ্যানেসথেশিওলজি,
৪/সহকারী অধ্যাপক ডা:মুজিবুর রহমান গাইনী,
৫/সহযোগী অধ্যাপক ডা:মুহাম্মদ আবুশামা ফরেনসিক।
বদলীকৃত কর্মকর্তাগন:-
১/অধ্যাপক ডা:দীন মুহাম্মদ সার্জারী,
২/সহযোগী অধ্যাপক ডা:অসিত কুমার সাহা নিউরো সার্জারী,
৩/সহযোগী অধ্যাপক ডা:মোঃ হানিফ হাওলাদার বায়োকেমিষ্ট,
৪/সহযোগী অধ্যাপক ডা:মুহাম্মদ জিল্লুর রহমান সাইকিয়াষ্টি,
৫/সহযোগী অধ্যাপক ডা:খবীর উদ্দিন পাটোয়ারী ইএনটি,
৬/সহযোগী অধ্যাপক ডা:নাসির উদ্দিন মাহমুদ মাইক্রোবায়ালজি,
৭/সহকারী অধ্যাপক ডা:আবুল কালাম মুহাম্মদ শামসুদ্দিন শিশু সার্জারী,
৮/সহকারী অধ্যাপক ডা:এ কে এম মাহবুল আলম চর্ম ও যৌন,
৯/সহকারী অধ্যাপক ডা:মাহমুদুর রহমান নিউরোলজি,
১০/সহকারী অধ্যাপক ডা:মুহাম্মদ রেজাউল করিম ইউরোলজি,
১১/সহকারী অধ্যাপক ডা:হাওয়া বেগম রেডিওলজি এন্ড ইমেজিং,
১২/সহকারী অধ্যাপক ডা:মোঃ আব্দুল কাদের শিশু,
১৩/সহকারী অধ্যাপক ডা:আবুল হোসেন অর্থোসার্জারী,
১৪/সহকারী অধ্যাপক ডা:মৃনাল কান্তি মন্ডল শিশু,
১৫/সহকারী অধ্যাপক ডা: আহমেদ নাজিমুল আনাম শিশু,
১৬/সহকারী অধ্যাপক ডা:মুহাম্মদ মাহবুব উর রহমান এনেসথেসিওলজি,
১৭/প্রভাষক ডা:সাইমুন পারভীন লিজা ফিজিওলজী,
১৮/প্রভাষক ডা:মোঃ মেহেদী আলম বায়োকেমিষ্ট্রি।
উক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল এসোসিয়ান সভাপতি ডা: মোঃ মিজানুর রহমান সহ পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক সহ প্রভাষক শিক্ষকগন সহ পটুয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দগন।