হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপিতে নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পরিষদ চত্ত্বরে ইউপি সচিব জয়দেব কুমার মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠান জাতীয় সঙ্গীত পরিবেশনের ফুলদিয়ে বরণ এর মধ্যদিয়ে শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংব্বর্ধিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান আকবর আলী মোড়ল, আশাশুনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মেম্বর মাওঃ আব্দুল জব্বার, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, ইউপি সদস্য পিযুশ কান্তি রায় প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে ইউনিয়ন পরিষদে উঠেন ওয়ার্ড সদস্য যথাক্রমে পিযুশ কান্তি রায়, গোলাম রব্বানী, আফছার আলী, ফারজানা শওকত আফি, শেখ জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুস সালাম, খলিল সরদার, ইউপি সদস্যা রোজিনা পারভীন, পূর্ণিমা রানী মন্ডল ও লাইলী পারভীন।