গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে ইজিবাইক ও বাস মালিক সমিতি কর্তৃক ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজিবাইকসহ বিভিন্ন ছোট যানবাহন সড়কে চলাচলে বাঁধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে অটোরিক্সা ও ইজিবাইক শ্রমিকরা।
তারা ৬ দফা দাবী জানিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা করে।
মঙ্গলবার শহরের সিও অফিস মোড় থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
পরে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীনের কাছে গেলে তিনি পিরোজপুর পৌর শহরে তাদেরকে অটোরিক্সা ও ইজিবাইক চালাবার জন্য বলেন। এ সময় তিনি আরো জানান, বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মিটিং করার পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে