আনোয়ার হোসেনঃ
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর ১০ নাম্বার রোডের ২৯ নাম্বার বাড়ীর কেয়ারটেকার দীপক চন্দ্র শীল কর্তৃক একই বাড়ীর ভাড়াটিয়া মোঃ খোকন ভান্ডারীর মেয়ে ঋতু আক্তার (১২)কে স্কুল থেকে বাসায় ফেরার পথে ৩১ জানুয়ারী সোমবার অনুমান বেলা ২ ঘটিকার সময় রাস্তার থেকে অপহরন করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়৷
অভিযোগের ভিত্তিতে স্বরেজমিনে গিয়ে স্থানীয় পার্শ্ববর্তী লোক সহ অভিযোগকারীর কাছে জানা যায় দীপক চন্দ্র শীল দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়ীর কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছে এবং নিজের স্ত্রী ও সন্তানসহ ওই বাড়ীতে বসবাস করছে
ঘটনার দিন ঋতু আক্তার (১২) নাবালিকা শিশুটি প্রতিদিনের মত ওই এলাকার ৪ নাম্বার রোডের আহছানিয়া মিশন পরিচালিত আনন্দ মেলা স্কুলে ৬ষ্ট শ্রেনীতে পড়ে প্রতিদিনের মত ক্লাশে যায়। ক্লাশ চলাকালীন সময়ে দীপক তার ভাড়াটিয়ার ৯/১০ বছরের এক ছেলেকে দিয়ে ক্লাশ থেকে ঋতু আক্তারকে ডেকে আনে এবং কৌশলে তাকে অপহরন করে নিয়ে এলাকা ছেড়ে উধাও হয়ে যায়৷
ঋতু আক্তার প্রতিদিনের মত স্কুল থেকে বাসায় আসে কিন্তু সেদিন সময়মত বাসায় না ফেরায় তার মা রিনা ও বাবা খোকন ভান্ডারী খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে ক্লাশ থেকে ডেকে আনা ছেলেটির থেকে দিপক ঋতুকে নিয়ে কোথাও যাওয়ার খবর পেয়ে বাবা-মা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং দিপক চন্দ্র শীল এর ফ্যামিলিকে জোড়ালো চাপসৃষ্টি করার পর ওই ফ্যামিলির থেকে কনফার্ম হন যে আসলেই দীপক চন্দ্র শীল ঋতু আক্তারকে নিয়ে পালিয়েছে। বিষয়টি এলাকায় জানা জানি হলে ব্যাপক তোলপার সৃষ্টি হয়। হিন্দু কর্তৃক মুসলিম ১২ বছরের শিশু কন্যা অপহরন হওয়ার বিষয়টি মুসলমানদের ধর্মের উপর বিরাট রকমের আঘাত সহ শিশু অপহরন হওয়ার কারনে ওই এলাকায় বিষয়টি কেউ মেনে নিতে পারছেনা৷
উক্ত ব্যাপারে ঋতুর বাবা ও দেশের সর্বস্তরের মানুষের কাছে সু- বিচার দাবী ও তাদের ১২ বছরের শিশু কন্যা ঋতু আক্তারকে ৫৫ বছর বয়সী দীপক চন্দ্র শীলের হাত থেকে উদ্ধার করে তাদের হাতে এনে দেয়ার জন্য সকলের দারেদারে পাগলের মত ছুটছে৷
উক্ত ব্যপারে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় যার নং ০৮/১৮৫ তাং ২/২/২০২২ ইং। অভিযোগটি তদন্ত করেন পুলিশ অফিসার মোঃ আঃ লতিফ, তদন্ত রিপোর্টে ঘটনার সত্যতা প্রমানে বর্তমানে মামলা রুজু করে মামলার দায়িত্ব ভার (অফিসার) মোঃ হারুন অর রশিদ মোহাম্মদপুর থানা এর তত্বাবধানে রয়েছে৷
ঋতু আক্তারকে দীপক চন্দ্র শীলের হাত থেকে উদ্ধার করে এনে দিয়ে হিন্দু পরিবারের সন্তান হয়ে নাবালিকা ১২ বছরের মুসলিম পরিবারের সন্তানকে অপহরন করার জন্য ঋতুর বাবা মা সরকারীসহ দেশের সর্বস্তরের আইন সহায়তাকারী সংস্থা ও দেশবাসীর সকলের প্রতি উপযুক্ত বিচার দাবী করছেন।