বৃহস্পতিবার, ০৭ Jul ২০২২, ০৫:৩৮ অপরাহ্ন
বিরল গাছটিকে ঘিরে রয়েছে অনেক কল্পকাহিনী। স্থানীয় লোকজন বিশ্বাস, এই গাছ কাটলে ড্রাগনের রক্ত বের হয়। কথিত এই ড্রাগন রক্তের রযেছে হরেক রকম ব্যবহার। জ্বর, আলসারসহ বিভিন্ন রোগ নিরাময়ে, জাদু দেখানোর সময় কোন কিছু অদৃশ্য করে দিতে, যাদু মন্ত্রের শক্তি বৃদ্ধিতে, যাদুটোনার প্রভাব মুক্ত করতে, বেহালা বার্নিশসহ বিভিন্ন রাসায়নিক কাজে, যৌণ শক্তি বৃদ্ধি, এমনকি কাউকে প্রেমে মজাতেও…!
ড্রাগন ব্লাড ট্রি ইয়েমেনের অংশ সোকোট্রা দ্বীপপুঞ্জের একটি অনন্য বৃক্ষ। এটি কাটার পর এর ছাল থেকে নির্গত হয় লাল রজন বা কষ। স্থানীয় লোকজনের বিশ্বাস তা ড্রাগন রক্ত, সে জন্য গাছটির নাম ড্রাগন ব্লাড ট্রি। ভি
ন্ন বৈশিষ্ট্যের কারনে যুগ যুগ ধরে সোকোট্টা দ্বীপে প্রচলিত হয়েছে নানান মিথ…..!
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।