ঘুষ হল মন্দিরের প্রসাদ, কেউ দিলে তা না করতে নেই। বললেন রাজস্থানের এক সরকারি অধিকারীক।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের রাজস্থান রাজ্যের আই বি হাতে ঘুষ নিতে গিয়ে ধরা খেল জয়পুর শহরের ডেভেলপমেন্ট অথরিটির এক অধিকারীনি। নাম শ্রীমতী মমতা যাদব। সম্প্রতি রাজস্থান রাজ্যের বিভিন্ন দফতর থেকে সরকারি কর্মকর্তারা ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দিচ্ছে বেআইনি ভাবে এমন তথ্য রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী অশোক গৌলতের কাছে আসছিল। তিনি এমন ঘুষখোর সরকারি অধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য রাজ্যের গোয়েন্দা সংস্থা কে নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে আজ জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি র কর্মকর্তা শ্রীমতী মমতা যাদব কাজ পাইয়ে দেবার নাম করে গোপনে ঘুষ নিতে গিয়ে রাজস্থানের গোয়েন্দা পুলিশ হাতে ধরা খেয়েছে। এবং তাকে গ্রেপ্তার করে আরও তিন জন সরকারি কর্মকর্তা কে গ্রেফতার করছে রাজস্থানের পুলিশ। তবে গ্রেফতারের ঘটনার পর সাড়া ফেলে দেয় আম আদমি। তাদের দাবি সচ্ছতা আনতে তাহলে ভারতের রাজস্থান রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের সরকার সক্রিয় ভূমিকা পালন করতে উঠে পড়ে লেগেছে।।