কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ পশ্চিম বাংলায় ২০১৯,সালের, এস এস সি গুরুপ ডি ইস্কুল কলেজে নিয়োগের দুর্নীতি ও কেলেঙ্কারি ঘটনার পূণাঙ্গ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন সি বি আই কে। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ কে সম্মান করে এই কেসের ডাইরী ও ফাইল সি বি আই দেবার জন্য নির্দেশ দিয়েছেন। এবং এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ যে হাইকোর্টের সাবেক বিচারপতি শ্রী রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে উচ্ছ শিক্ষা দপ্তর এর প্রশাসনিক আধিকারিক ও কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রী অরুনভ বন্দোপাধ্যায় নেতৃত্বে যে কমিটি ছিল তার সময়সীমা পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত শেষ করতে হবে এস এস সি কেলেঙ্কারি ঘটনার রিপোর্ট। আগামী কাল যতক্ষণ না পযন্ত সি বি আই ভূতপূর্ব এস এস সি তদন্ত কমিটি র অফিসে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওখান থেকে এই কেসের ডাইরী ও ফাইল সরাতে পারবে না। তার জন্য অফিসের চারিদিকে পাহারা দেবার জন্য ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। এবং সি বি আই তদন্ত শুরু করার জন্য যাওয়ার পর ওখান থেকে সামরিক বাহিনীর সদস্যরা সরে যাবেন। এই কেসের ডাইরী ও ফাইনাল রিপোর্ট আগামী, ১৬,ই, মার্চ এ জমা দিতে বলা হয়েছে। যে বা যারা অভিযুক্ত তাদের কে কড়া শাস্তি দিতে পিছুপা হবে না কলকাতা হাইকোর্ট। তদন্ত চলাকালীন এস এস সি গুরুপ ডি পদের কর্মীরা ভাতা পাবেন না।