হাফিজুর রহমান শিমুলঃ সকল জল্পনা-কল্পনার অবসান অবশেষে শপথ গ্রহণ করলেন কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে সহ সাতক্ষীরা জেলার মোট ৬ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে স্থানীয় সরকার ( ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৮ শে নভেম্বর। এ নির্বাচনে উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন সাফিয়া পারভীন। নির্বাচন কালীন সংশ্লীষ্ট প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাকে নির্বাচিত ঘোষনা করেন। অবাধ, সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনকে বিতর্কিত করতে পুর্ব পরিকল্পিত ভাবে পরাজিত প্রার্থী জি এম রবিউল্যাহ বাহার ভোটাের অনিয়মের অভিযোগ এনে আদালতে রীট করেন। এ কারনেই সাময়িক ঝুলে যায় জনপ্রিয় নেত্রী সাফিয়া পারভীনের শপথ। অবশেষে কৃষ্ণনগর ইউপি’র পরিষদ সহ হাজার হাজার জনগনের চাওয়া পুর্ণতায় রূপ নিয়েছে।