কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
কলকাতা আলিয়া ইউনিভার্সিটি র প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের হত্যার প্রতিবাদে আজ পশ্চিম বাংলার মালদাহ জেলা ছাত্র ও যুব পক্ষ থেকে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মালদাহ জেলা নেতৃত্ব।এদিন মালদাহ থেকে পশ্চিম বাংলার যাওয়ার বিভিন্ন রাস্তা এই অবরোধের ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মালদাহ জেলা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক সংগঠনের নেত্রী শ্রীমতী লক্ষী গুহ এবং মালদাহ জেলা ছাত্র পরিষদ ও জেলা যুব নেতৃত্ব হাজির ছিলেন। এই সভা থেকে দাবি তোলা হয় যে আনিস খানের হত্যার যে সমস্ত পুলিশ অফিসার ও তৃনমূল দলের নেতৃত্ব জড়িত আছেন তাদের কে গ্রেফতার করতে হবে। এই আনিস খানের হত্যার তদন্ত সি বি আই কে দিয়ে করতে হবে। দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এই বিক্ষোভ সভা থেকে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আনিস খানের হত্যার প্রতিবাদে মালদাহ জেলা পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এই বিক্ষোভ মিছিলে প্রায় হাজার হাজার ছাত্র ও যুব নেতা উপস্তিত ছিলেন। শান্তিপূর্ণ ভাবে এই বিক্ষোভ মিছিল বের হাওয়ার জন্য মালদাহ জেলা নেতৃত্ব সকলকেই অভিনন্দন জানিয়েছেন।।