লিটন সরকার ঃ সরকারের এক কোটি ডোজ টিকাদানের কার্যক্রমের আওতায় আশাশুনিতে ২৭ হাজার ২৫৫ জনকে টিকা দেওয়া হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হয়।
গণটিকা কার্যক্রমের আওতায় শনিবার উপজেলার ১১ ইউনিয়নে ৩৫ স্থানে সকাল ৯ টা থেকে টিকা দেওয়া শুরু হয় এবং বিকেল পর্যন্ত চলে। এসব কেন্দ্রে শনিবার ২৩ হাজার ৬৮৮ জনকে ১ম ডোজ টিকা দেওয়া হয়। এছাড়া ১৫৭৯ জনকে ২য় ডোজ ও ২৪০৮ জনকে বুষ্টার ডোজ প্রদান করা হয়। শুক্রবার ছুটির দিনও আশাশুনিতে টিকাদান করা হয়। এদিন ৩ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন ও টিকাদান কার্যক্রম সফল করতে কর্মীদের সাথে কাজ করেন।