কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়াহ নাইডু ইউরোপের ইউক্রেনে পড়তে যাওয়া দেশে ফিরে আসা ছাত্র ও ছাত্রীদের সাথে মিলিত হয় সিকিমের রাজভবনে। তার সাথে সিকিমের রাজ্যে সরকারের প্রতিনিধীরা উপস্তিত ছিলেন। ভারতের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়াহ নাইডু ইউক্রেন থেকে ফিরত ছাত্র ও ছাত্রীদের নিয়ে মতবিনিময় করেন। এবং সেখানকার বর্তমান পরিস্থিতি র কথা জানতে চান। সেখানকার ভয়াবহতা তুলে ধরেন ভারতের ছাত্র ও ছাত্রীরা। পরে ভারতের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়াহ নাইডু বলেন যে সমস্ত ছাত্র ও ছাত্রীরা ইউক্রেন পড়তে গিয়েছিল তারা দেশে ফিরত এসেছে তাদের পড়াশোনা যাতে কোন ক্ষতি না হয় তার জন্য ভারতের সরকার এবং নিজ নিজ রাজ্যের সরকার সব ধরনের ব্যাবস্থা করবে বলে জানিয়েছেন।।