শেখ আরিফুল ইসলাম আশাঃ
পুলিশ সুপার কাপ ক্রিকেট টুনামেন্ট ২০২২ এর চ্যাম্পিয়ান হয়েছেন তালা সার্কেল (তালা—পাটকেলঘাটা) একাদশ। খেলা শেষে বিজয়ী ও পরাজিতদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন সদর সার্কেল, সাতক্ষীরা ক্রিকেট একাদশ বনাম তালা সার্কেল (তালা—পাটকেলঘাটা) ক্রিকেট একাদশ দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই খেলায় তালা সার্কেল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। তালা সার্কেল ক্রিকেট একাদশের প্লেয়াররা হলেন, এসআই তরিকুল ইসলাম (অধিনায়ক), এসআই রিপন মল্লিক, এসআই জোর্তিময় মন্ডল, এসআই সোলায়মান কবির, এসআই ইমন হোসেন, এসআই নুর হোসেন খান, এএসআই রাসেল পারভেজ, কনস্টেবল তন্ময়, মজ্ঞুরুল ইসলাম, সম্রাট হোসেন, নুর আলম, শামীম খান, নাজমুল হোসেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত একাদশের মধ্য পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মো. সাজ্জাদুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন, পুলিশ নিরবচ্ছিন্নভাবে কর্মঘন্টার তোয়াক্কা না করে জনসেবা দিয়ে যাচ্ছে। বিধায় পুলিশের কাজকে আরো সহজতর করার উদ্দেশ্যে শারীরিক এবং মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিটি পুলিশ ইউনিটের প্রধানকে সরকারি কাজের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। ——