কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আগামী দুই একদিনের মধ্যে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন সিত্রাঙ ঘূর্ণিঝড়। সাথে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া এই খবর জানিয়েছেন ভারতের দিল্লির মৌসুম ভবন থেকে। সারা ভারতের বিভিন্ন যায়গায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি ফলে শুকিয়ে গেছে বহু সবুজ ফসল। তিব্র তাপদাহ ফলে হাসফাস অবস্হা সাধারণ মানুষের। ইতিমধ্যে ভারতের বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় ঘূর্ণিঝড় ও মেঘের সঞ্চয় দেখা গেছে। এবং সিত্রাঙ ঘূর্ণিঝড় ধীরে ধীরে পশ্চিম বাংলার বঙ্গোপসাগরের উপকূল বরাবর থেকে গতিবেগ বাড়িয়ে পশ্চিম বাংলার উত্তর বঙ্গ দার্জিলিং ও শিলিগুড়ি এবং দিনাজপুর জেলায় বিভিন্ন যায়গায় প্রবল বৃষ্টিপাত হবে বলে মনে করা হয়েছে। সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় এবং উত্তর চব্বিশ পরগনা জেলা ও হাওড়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সহ কলকাতার বিভিন্ন যায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সিত্রাঙ ঘূর্ণিঝড় প্রভাব পড়তে পারে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাতক্ষীরা জেলা খুলনা ও বাগেরহাট জেলা হাতিয়া এবং যশোর জেলা এবং বরিশালের বিভিন্ন যায়গায়। সেই সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম জেলার বিভিন্ন যায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গভীর সমুদ্রে মাছ ধরাতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবরের। আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে তারা যেন কোন রূপ ভাবে এই সিত্রাঙ ঘূর্ণিঝড় কে এড়িয়ে চলেন। নদী বন্দর এলাকার মানুষ জন কে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা সিত্রাঙ ঘূর্ণিঝড় আসার আগে যেন নিরাপদ স্থানে অবস্থান করে। তৈরি রাখা হয়েছে প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা বাহিনীর সদস্যদের।।