ডেস্ক রিপোর্ট: গতকাল ২৮ মার্চ সোমবার লিটল ম্যাগাজিন “অপরাজিত” এর একযুগ পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাটাবনস্থ কবিতা ক্যাফেতে। অপরাজিত সম্পাদক নাহিদ হাসান রবিন এর সভাপতিত্বে সম্মাননা পুরস্কার প্রদানে উপস্থিত ছিলেন সত্তর দশকের গুরুত্বপূর্ণ কবি, বিখ্যাত সংগঠক ও অরনি সম্পাদক মাহমুদ কামাল, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক মনি হায়দার, লিটল ম্যাগাজিন ” লোক ” এর সম্পাদক ও নব্বই দশকের গুরুত্বপূর্ণ কবি অনিকেত শামীম, কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির, কবিতা ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক- কবি ও লিটল ম্যাগাজিন জলধি সম্পাদক নাহিদা আশরাফী।
৮ জনকে এবারের পুরস্কার প্রদান করা হয়। যথাক্রমে শিহাব শাহরিয়ার কে (কবিতায়), সোনালী ইসলাম কে (উপন্যাসে), হাসিদা মুন কে (প্রবন্ধে) তৌফিক জহুর, সম্পাদক-উদ্যান কে (ছোটকাগজ সম্পাদনায়), মিজান রহমান, প্রকাশক- ভাষাপ্রকাশ কে (প্রকাশনায়) অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া বাংলা সাহিত্যের তিন সম্ভাবনাময়ী লেখক এলিজা খাতুন কে (কবিতায়), শফিক হাসান কে (ছোটগল্পে) ও সন্তোষ কুমার শীল কে (উপন্যাসে) অপরাজিত প্রজন্ম সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি শিবলী মোকতাদির, কবি মামুন রশীদ, কবি ও সম্পাদক রনি অধিকারী, কবি আরিফ নজরুল, কবি জান্নাতুল বাকেয়া কেকা, তাহমিনা শিল্পী, কবি কুশল ভৌমিক, তরুণ কবি শৈবাল নূর, মাহবুব সেতু ও হাসানূর রহমান সুমন। যে কোনো পুরস্কার প্রাপ্তী এক ধরনের নতুন দিগন্ত উন্মোচিত করে।