হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পি’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু , বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, ইডা সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান প্রমুখ। ১৯৭১ সালে এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৌদ্ধনাথ গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসাবে নামকরণ করা হয়। এর আগে একই বছরের ১০ এপ্রিল স্বাধীন- সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল মুজিবনগর থেকে। ঐতিহাসিক এই দিনটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।