যেদিন,
ঘরে টিভি এলো,
ভুলে গেলাম বই পড়তে
গেটের সামনে গাড়ি এলো,
ভুলে গেলাম হাঁটতে
মোবাইল এলো,
ভুলে গেলাম চিঠি লিখতে
কম্পিউটার এলো,
ভুলে গেলাম বানান শিখতে
এসি এলো,
ভুলে গেলাম বৃক্ষতলে শীতল
হাওয়ার পরশ নিতে
শহুরে হলাম,
ভুলে গেলাম কাদার গন্ধ
এটিএম এলো,
ভুলে গেলাম নোটের সম্বন্ধ
পারফিউম এলো,
ভুলে গেলাম তাজা ফুলের সুবাস
ফাষ্টফুড এলো,
ভুলে গেলাম পিঠার স্বাদ
সদা ছোটাছুটিতে
ভুলে গেছি কখন হবে থামতে
সোশাল মিডিয়ায় ডুবে,
ভুলে গেছি প্রিয়জনের খবর রাখতে
সবুজ বিন্দু’তে অনুমান করি
সে কুশলে আছে,
বোধহয় বেঁচেও আছে…
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।