বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন
সাইফুল ইসলামঃ শুক্রবার বিকাল ৩-৩০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের মানিকতলা ভায়া ইন্দ্রনগর ভায়া কাজলা ভায়া তারালী রাস্তার ৭ কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়। লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে রাস্তাটি মেরামত করা জরুরী ছিল। প্রতিদিন বহু মানুষ তাদের নিত্যদিনের প্রয়োজনে এই রাস্তা দিয়ে চলাচল করে। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জনাব জাকির হোসেন, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক গাইন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব আনিসুজ্জামান খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।