লিটন সরকার উপজেলা প্রতিনিধি ঃ আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ (অনুর্ধ-১৭) এর ২য় দিনে ৫টি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে ও বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (দরগাহপুর) ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনের প্রথম খেলায় আশাশুনি সদর ইউনিয়ন দল ২-০ গোলের ব্যবধানে কুল্যা ইউনিয়ন দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় শোভনালী ইউনিয়ন দল ট্রাইব্রেকারে ৩-২ গোলে প্রতাপনগর ইউনিয়ন দলকে এবং ৩য় খেলায় শ্রীউলা ইউনিয়ন দল টাইব্রেকারে ৮-৭ গোলের ব্যবধানে বড়দল ইউনিয়ন দলকে পরাজিত করেন। অপরেিদক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধহাটা ইউনিয়ন দল ২-০ গোলের ব্যবধানে কাদাকাটি ইউনিয়ন দলকে এবং আনুলিয়া ইউনিয়ন দল ৪-০ গোলের ব্যবধানে দরগাহপুর ইউনিয়ন দলকে পরাজিত করতে সক্ষম হয়।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম রেজা সেলিম প্রমুখ।
বুধবার সকালে আশাশুনি মাঠে আশাশুনি সদর ইউনিয়ন দল ও বুধহাটা ইউনিয়ন দল মুখোমুখি হবে। এছাড়া বিকালেও খেলা অনুষ্ঠিত হবে।