লিটন সরকার উপজেলা প্রতিনিধি ঃ আশাশুনিতে আনসার ভিডিপি সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশাশুনির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, আনসার ভিডিপি ব্যাংক তালা শাখা ম্যানেজার আঃ হান্নান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল। স্বাগত বক্তব্য রাখেন, হোসনে হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোভনালী ইউনিয়ন দলনেতা আবুল হোসেন, আশাশুনি ইউনিয়ন দলনেত্রী রেজেনা পারভিন, আনসার কমান্ডার তৈয়েবুর রহমান। উপজেলা প্রশিক্ষক সুজন মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআর থেকে তেলাওয়াত করেন, আশাশুনি উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আঃ গফফার ও গীতা পাঠ করেন, ইউনিয়ন দলনেতা সঞ্জয় কুমার মন্ডল।