ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থায়ী কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক কলিম এম জায়েদী ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন)। তিনি ২৬ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ৭৬ বছর বয়সে তিনি স্ত্রী, ৩ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি দীর্ঘ ৩ যুগ ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করে গেছেন।