শেখ সাইফুল ইসলামঃ দেবহাটার গাজীরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফজ্জামান সোনা(৩৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের পুত্র।
প্রত্যক্ষর্দশীরা জানান, শনিবার সকাল ১১টায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার প্রতিমধ্যে দেবহাটা উপজেলার গাজিরহাট নামক স্থানে পৌছালে সামনে থেকে আসা একটি মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থানেই মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।