বিষাদ চাইনি আমি আর-
তবুও কেন জানি মন বলছে,
সেই বিষাদেই ছেয়ে গেছে
এই একাকী জীবন আমার।
ভুল পথে ভুল মনে
কখন যে ভুলেই হেঁটেছি আবার
বুঝতে পারিনি কভু সে ভুলে জীবন আমার
হবে মরুভূমির হাহাকার।
মধুতেই যে মরে বারংবার
তাকে বিষ দিয়ে মারার কি দরকার-
বিষের নীল যন্ত্রনা আর
সইতে পারে না যে বিষের ঘুনে ধরা
এ বিষন্ন ভগ্নহৃদয় আমার।
বিষাদ চাইনি আমি-
তবুও কেন এই বিষাদেই আটকে যায়
জীবনের সব চাওয়া পাওয়ারা বার-বার,
ওগো প্রিয় বিষাদিনী,
মোর এ হৃদয় হরিণী প্রিয়সী প্রিয়তম।
আলিঙ্গন করো নিঃসাড়
জিন্দালাশ হয়ে পড়ে থাকা দেহখানি মোর
চির নিদ্রায় নিয়ে যাও, জলে ভরা চোখ দুটি আমার,
এনে দাও অনন্ত ঘুম, যেন এক জীবনে নাহি
ভাঙে আর।
ক্ষমা করে দিও মোর যত প্রিয়জন-পরিজন সবে
বিষাদে নীল বিষে, নীলে নীলে ছেয়ে গেছে
এ দেহ মন প্রাণ হৃদয় আমার,
কারো তরে,
ক্ষমা চাহিবার নাহি কোন অবসান
এখন শুধু প্রিয় মৃত্যুর সাথে হবে মোর
মধুময় প্রলয় আলিঙ্গন।
বিষাদ চাইনি আমি –
তবুও বিষাদেই হবে জানি সহমরণ আমার।