বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পেশার মর্যাদা রক্ষার আন্দোলন- সংগ্রামের মধ্য দিয়ে ১০ বছর পর করতে চলছে। আগামি ১৫ জুলাই ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করতে যাচ্ছে। আমাদের অধিতার রক্ষার চলমান আন্দোলন-সংগ্রামকে আরো বেগবান করতে আপনাকেও সাথে চাই-পাশে চাই।
কারণ; বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি শুধু সংগঠনের সদস্যদেরই নয় ; তেমনি শুধুমাত্র মফস্বলের সাংবাদিকদেরও নয়- এ দাবি গোটা বাংলাদেশের দাবি।
মনে রাখতে হবে; দেশ স্বাধীনের ৫০ বছর পেরিয়ে গেছে। এই সময়ে দেশের সকল শ্রেনী-পেশার মানুষ তাদের দাবি-অধিকার বাস্তবায়ন শেষে ঘরে ফিরে গেছেন। আর এখনও রাষ্ট্রের কাছে সাংবাদিকরা তালিকা চায়, নিয়োগ নীতিমালা চায়, সাংবাদিক সুরক্ষা আইন চায়,বেতনভাতা চায় কিন্তু পায়না।
তাইতো আসুন; সকল ভেদাভেদ ভুলে গিয়ে ১৪ দফা দাবিটিকে নিজের রুটিরুজির সম্বল মনে করে আপনিও দাবি তুলুন। আপনি যে সংগঠনের সদস্যই হোন না কেন, সমস্যা নেই- আমরা বলতে শিখি “সংগঠন যার যার ১৪ দফা হোক সবার”।
(১৪ দফা কমেন্টসে)
আবারো কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও সংগ্রামী অভিবাদন জানাচ্ছি আপনাকে; যারা বিএমএসএফের সাথে ছিলেন- আছেন এবং যুক্ত হবেন।
সবশেষ: যদি লক্ষ্য থাকে অটুট তবে দেখা হবে বিজয়ে…
জয়বাংলা
আহমেদ আবু জাফর
প্রতিষ্ঠাতা
বিএমএসএফ
রেজি: নং ০৬/২০২২