সাতক্ষীরা জেলা প্রশাসন, মানুষের পাশে সর্বক্ষণ’।জেলা প্রশাসন হুমায়ুন কবির এর মূল কাজ জনগণের সেবা করা। কোনোভাবেই সেবাগ্রহীতাদের হয়রানী করা যাবে না এমন টি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি । এলাকার উন্নয়ন কার্যক্রমে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছেন তিনি।
সাতক্ষীরা জেলার মাটি ও মানুষের হৃদয়ে গাঁথা জেলা প্রশাসন হুমায়ুন কবির ‘মানুষের কল্যাণে প্রতিদিন’ এর সম্পাদক কবির নেওয়াজ রাজ কে বলেন,দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চান। আর সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে।
১৯৮১ সালে বাংলাদেশে আসার পর তিনি আর ফিরে তাকান নি। দেশ এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি সরকারে না কি বিরোধিদলে তা কখনো চিন্তা করেন নি। মানুষের কল্যাণে কাজ করবেন এই ব্রত নিয়েই এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। এর ফলেই শত বাধা বিপত্তি, দুর্যোগ, মহামারী সত্ত্বেও পদ্মা সেতু সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন মোহাম্মদ হুমায়ুন কবির আরো বলেন, জনগণের সেবক হিসেবে যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সরকারি অফিসের সেবা নিয়ে সাধারণ মানুষের বিরূপ ধারণা পাল্টাতে কাজ করে যাচ্ছি।