আঘাত কি?
– ধরুন আপনি বন্ধুর সাথে একটি ব্রিজ পেরোচ্ছেন । মাঝপথে সে আপনাকে ছেড়ে পালিয়ে গেলো । সেটাই আঘাত ।
– ভয় কি ?
– হয়ত আপনি ব্রিজের মাঝপথে আরেক বন্ধু পেলেন । তবু আপনি ভাবলেন সেও যদি ছেড়ে চলে যায়? এটাই ভয় ।
– বিশ্বাস কি?
– আপনি ব্রিজের শেষটা দেখতে পাচ্ছেন না । তবু হাঁটছেন । জানেন পেরিয়ে যাবেন কোনো না কোনোভাবে । এর একটা শেষ আছে । ব্রিজটা ভাঙা নয় । এটাই বিশ্বাস ।
**********
– সততা কি?
– আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে গেলেও আপনি কক্ষনো ছাড়ার কথা ভাবতেও পারেন না । সেটাই সততা ।
– পরাজয় কী?
– ধরুন আপনি অনেক চেষ্টা সত্ত্বেও ব্রিজটা পেরোতে পারলেন না । এটাই পরাজয় ।
– ভুল বোঝাবুঝি কী?
– এই যে আপনি হেরে গেলেন ব্রিজের মাঝখানে, আপনার চেনাশোনা লোকজন ভাবলো আপনি হয়ত চেষ্টাই করেন নি । আপনি নিজের অবস্থাটা বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন । এটাই ভুল বোঝা ।
– আত্মহত্যা কী?
– এই যে ব্রিজের মাঝখানে হেরে গেলে আপনার মনে হলো পানিতে ঝাঁপ দেবেন । এটাই আত্মহত্যা । কিন্তু সেসব কথা একদম ভাববেন না যেন !
************
– ডিপ্রেশন কী?
– এই ব্রিজের মাঝখানে হয়ত বা আপনি ভালো আছেন বা আপনি খারাপ আছেন বা হয়ত আপনি উদ্দেশ্য হারিয়ে ফেলছেন । আপনার কিচ্ছু ভালো লাগছে না । আপনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন । এটাই ডিপ্রেশন ।
– সত্যি ও মিথ্যা কী?
– ব্রিজের ওপরে আকাশ আর ব্রিজের নীচে পানি – এটুকু জানবেন সত্যি । বাকি ব্রিজের ওপর যা দেখবেন সব মিথ্যা বলে ধরে নেবেন । চলতে সুবিধা হবে ।
– কিন্তু ক্লান্ত হয়ে গেলে?
– ক্লান্ত হলে সাময়িক বিশ্রাম নেবেন । তারপর আবার চলবেন । প্রয়োজন হলে বার বার বিশ্রাম নেবেন । কিন্তু সম্পূর্ণ থেমে যাবেন না ।
– আচ্ছা একটা উবার ডেকে নিলে হয় না এ প্রান্ত থেকে ও প্রান্ত?
– পাবেনই না । চেষ্টা করতেই পারেন । অতো শর্টকাটে কিচ্ছু পাওয়া যায় না ।
– তাহলে জীবনের উদ্দেশ্য কী ? ব্রিজ পেরোনো ?
– হ্যাঁ !
– তাহলে জীবন কী?
– এই ব্রিজটাই তো জীবন !
লেখকঃ আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম।