স্বরূপকাঠি প্রতিনিধি শেখর মজুমদারঃ
সরূপকাঠি ইউনিয়নে উত্তর কামারকাঠি গ্রামে ব্র্যাকের নেছারাবাদ সামাজিক ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যেগে ৭ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য জনাব মাকসুদা মিন্টুর বাড়ীতে পল্লিসমাজ পূনগঠন করা হয়। উক্ত পল্লিসমাজ পূর্নগঠনে উপস্থিত ছিলেন জনাব, তাপস পাল (সহকারী কমিশনার ভূমি)। উপস্থিত ছিলেন জনাব, বিভাঞ্জন বিশ্বাস, ব্র্যাক জেলা সমন্বয়কারী,পিরোজপুর, জনাব-মলিস্নকা বিশ্বাস, শাখা ব্যবস্থাপক (দাবি),নেছারাবাদ এবং একাউন্স অফিসার জনাব প্রিয়াংকা কর্মকার। আরো উপস্থিত ছিলেন জনাব মাকসুদা মিন্টু (ইউপিসদস্য) এবং জনাব, মোসাঃ ফরিদা বেগম (ইউপিসদস্য)। নারীর প্রতি পারিবারিক ও কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ, পারিবারিক কাজে পুরম্নষের অংশ গ্রহন বৃদ্ধি, পারিবারিক সিদ্ধান্ত্ম গ্রহনে নারীর অংশ গ্রহন বৃদ্ধি, ব্র্র্যাকের আইন সহায়তা, প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে নেটওয়ার্ক তৈরি, রেফারেলে সহযোগীতা, বাল্যবিবাহ মুক্ত পরিবার ও সমাজ গঠন এবং বিভিন্নদিবস পালনে সহযোগীতা নিয়ে আলোচনা করেন মোঃ হাবিবুর রহমান,এসোসিয়েট অফিসার (সেলপ)। জনাব তাপস পাল তিনটি গ্রম্নপে সার্বিক দিকনির্দেশনার মধ্যে দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।