প্রীদপ রায় চৌধুরী মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
কে জানে স্বপ্নের প্রবাস কেড়ে নিবে জীবনের জীবন্ত প্রদীপ।
দেশের মায়া ত্যাগ করে চলে যেতে হয় দূর প্রবাসে এক মাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আর সেই প্রবাস যে জীবনের গতি থামিয়ে দিতে পারে সেটা উনাকে না দেখলে বোঝায় যাবে না।
বলছিলাম ১৩ নং খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ইউনুস ভাইয়ের কথা।
২০১৪ সালে পরিবারের মায়া ত্যাগ করে ছুটে যান মালায়েশিয়ায় সেখানে কিছু দিন কন্ট্রাকশনের কাজ করেন তিনি কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, কাজ করতে গিয়ে পড়ে যেয়ে হারিয়ে ফেলেন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ শরীলের অঙ্গ পা।অচল হয়ে পড়েন তিনি, চলে আসেন দেশে কিন্তু এখানেই শেষ নয় দেশেই এসে পরিবারের বোঝা হয়ে পড়েন।
এরই মধ্য তার খোজ পান ১৩ খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ সংগঠন।সরাসরি তার পরিবারের কাছে গিয়ে ইউনুচ ভাইয়ের সম্পর্কে জানতে পারেন তার বাড়িতে পানি খাওয়ার জন্য কোন টিউবওয়েল নেই, সংগঠনের সকল সেচ্ছাসেবী ভাইয়েদের আর্থিক সহযোগিতায় স্থাপন করা হয় একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল।
উক্ত সম্পর্কে ইউনুস ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন অসুস্থ হওয়ার পর থেকে অনেকেই আসেন তাকে দেখতে কিন্তু স্থায়ী ভাবে কেউ সহযোগিতা করেন না সবাই মুখে আসস্ত করে জান কিন্তু বর্তমান নবগঠিত ১৩ নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ সংগঠন আমার পাশে এসে দাড়িয়েছে, পানি খাওয়ার জন্য আমার বাড়িতে একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছে। আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ, তাদের জন্য দোয়া ও ভালবাসা রইল।তবে প্রবাসী ভাইদের প্রতি বিনীত অনুরোধ আপনারা যারা এখনো সংগঠনের সদস্য হননি তারা দ্রুত সদস্য হয়ে যান তাতে করে আপনাদের উপকার হবে।