নলতা হাইস্কুলের লেখক সাহিত্যিক পর্ব- ০৪
আ. শ. ম বাবর আলী (১৯৪২-)
আ. শ. ম বাবর আলী বাংলা সাহিত্যে একজন সুপরিচিত ও পাঠকপ্রিয় সাহিত্যিক। একজন সব্যসাচী হিসেবে গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, উপন্যাস, নাটক, শিশুসাহিত্য ইত্যাদি নানাবিধ শাখায় তার সরব উপস্থিতি। ২০২০ সালে তিনি বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
বাবর আলীর জন্ম নলতায়, ১৯৪২ সালের ২০ নভেম্বর। তিনি নলতা হাইস্কুলের ১৯৫৯ ব্যাচের ছাত্র। নলতা হাইস্কুলের এই ব্যাচটিকে বলা হয় রয়্যাল ব্যাচ। সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ অধ্যাপক ডা. আফম রুহুল হক- তিনি পৃথিবীর নামকরা অর্থপেডিক, বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যৈষ্ঠ উপদেষ্টা ডা. মো. খলিল উল্লাহ, প্রিন্সিপাল আবুল কাশেম, প্রকৌশলী আব্দুর রহমান প্রমুখ ছিলেন এই ব্যাচের ছাত্র।
আ.শ.ম বাবর আলী পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে প্রথমে কলেজে অধ্যাপনা এবং পরে দীর্ঘদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকুরী করেছেন।
বাবর আলীর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৫৩ সালে সে সময়কার সবচেয়ে জনপ্রিয় দৈনিক আজাদে। এর পর পাকিস্তান ও বাংলাদেশ আমলে অধিকাংশ মূলধারার পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন। এখন পর্যন্ত বিভিন্ন পত্রিকায় তার লেখার সংখ্যা ছয় হাজারের বেশি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮৫টির বেশি। এর মধ্যে কাব্যগ্রন্থ ১১টি, প্রবন্ধগ্রন্থ ১২টি, ছড়া ১১টি, জীবনীগ্রন্থ ৮টি, গল্পগ্রন্থ ৮টি, উপন্যাস ২টি এবং নানা বিষয়ে আরো অনেক গ্রন্থ।
এর মধ্যে তার শ্রেষ্ঠতম সাহিত্যকর্ম হচ্ছে ‘কাব্যে আল কোরআন’। মহাগ্রন্থ আল কোরআনের কাব্যনুবাদ এটি।
দীর্ঘ সাহিত্য জীবনে বাবর আলী অসংখ্য সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, কবি জসিমউদদীন পুরস্কার, যুক্তরাজ্যের ক্যামব্রিজ থেকে ইন্টারন্যাশনাল লিটারেরী পার্সন, সিকান্দার আবু জাফর স্বর্ণপদক অন্যতম। তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটিসহ বিভিন্ন সাহিত্য ও গবেষনা সংস্থার সদস্য।
তার রচনাবলীর মধ্যে অন্যতম-
কাব্যে আল কোরআন
অথচ একদিন
বেলা অবেলায়
অনামিকা, তোমার জন্য
ভালোবাসার পদাবলী
সুখের সন্ধানে
সাহিত্যিক ও সাহিত্যকৃতি
আলোকিত পথ
পড়ন্ত বিকেলে
কাঙ্ক্ষিত বলয়
এবং প্রেমা
নীলা কটেজ
মায়ের কথা গাঁয়ের ছবও
পথ দেখালেন যারা
একাত্তরের নারী মুক্তিযোদ্ধা
অন্তরে তুমি
জায়া ও জননী
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাঃ এক জ্যোতির্ময় মনীষী
পঞ্চনাটিকা
রবীন্দ্রনাথঃ কবিতা থেকে নাটিকা।
তথ্যসূত্রঃ খানবাহাদুর আহ্ছানউল্লাহ ইনস্টিটিউট এর পরিচালক প্রভাষক মনিরুল ইসলাম প্রিজম এর ফেসবুক থেকে।