মোঃমোকাদ্দেস হোসেন জাহিদঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল নামক স্থানে একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডে নতুন উদ্বোধন করা রাইস মিলের চিমনি ভেঙে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে।
রবিবার (৪সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে। ভেঙ্গে পড়ার বিকট শব্দশুনে স্থানীয় লোকজন দৌড়ে এসে উদ্ধার কাজ শুরু করে।
নিহতরা হলেন: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও গোবিন্দপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)। নিহতরা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।
জানা যায়, আট জনের যৌথ মালিকানাধীন একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড ২০১৯ সালে চালু করা হয়। পুরনো দুইটি চিমনির পাশাপাশি সম্প্রতি নতুন আরেকটি চিমনি স্থাপন করা হয়, আজ রবিবার ঐ চিমনিটি উদ্বোধন করে কাজ শুরু করা হয়েছিল।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, একতা রাইস মিলে শ্রমিকরা কাজ করছিল। এ সময় এক হাজার মণ ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধার কাজ চলছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, এ পর্যন্ত তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।