ভারতের পশ্চিমবঙ্গের সেমিনার ও আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ‘৩য় আন্তর্জাতিক গবেষণা সফর-২০২২’ এ অংশ নিতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪ জন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (কুবিগস) এর আহ্বায়ক কমিটির সদস্য। তারা ৮ থেকে ১৮ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেমিনার ও আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনে অংশ নিতে আজ দেশ ছাড়বেন কুবি ইংরেজি বিভাগের আনিসুর রহমান ও সাবিরা সুলতানা জলি, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া মীম এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা। বেঙ্গল ইন্সটিটিউট অব পলিটিকাল স্টাডিজ, ভারত এর যুগ্ম সম্পাদক ডা. দেবাশীষ নন্দীর পাঠানো ইমেইলে এই তথ্য নিশ্চিত করা হয়।