আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধিঃ
বাহরাইনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাঈম শাখার উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব ৫ম বর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় দেশটির রাজধানী মানামাস্থ লিন্নাস মেডিকেল সেন্টারের কনফারেন্স হলে শ্রী রাজীব চক্রবর্তীর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শ্রী বিষ্ণুপদ দেবের সঞালনায় ও পূজা পরিচালনা কমিটির সভাপতি শ্রী অবিনাশ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বকুল সূএধর। প্রধান বক্তা ছিলেন পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী দুলাল দাস, বিশেষ অতিথি ছিলেন শ্রী তারেশ সূএধর, শ্রী দুলাল শীল,শ্রী রুপম পাল, শ্রী বিধান মজুমদার, শ্রী অজয় দাশ, শ্রী বিশ্বজিত দও, শ্রী বিধান ধর, শ্রী মঞ্জু বৈদ্য, শ্রী রানা কপালী, শ্রী অজিত দেবনাথ, শ্রী সুকেশ দেবনাথ, শ্রী নকুল সূএধর, শ্রী সন্তোষ সূএধর,লিটন সূএধর সহ বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ।
সভায় পূজার বিভিন্ন দিক নিয়ে সকলের মতামতের মাধ্যমে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উদযাপন করার সিদ্ধান্ত পোষন করেন।
সভা শেষে উপস্থিত ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।