বৃষ্টি এলেই ছাদ চুইয়ে পানি পড়ে। তাই ছাদে কায়দা করে পলিথিন বাঁধা। দেয়ালেরও রুগ্ণ দশা। পলেস্তারা পড়ে বলে দেয়াল জড়ানো পলিথিন আর কাগজ দিয়ে। দরজা–জানালা খুলে বেরিয়ে আসার জোগাড়। শৌচাগারের দরজা ভাঙা। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে এ ভবনে থাকছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।
১২০ বছর আগে নির্মিত এ ছাত্রবাসের নাম মহারাণী হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এ বছর রাজশাহী কলেজ চতুর্থবারের মতো দেশসেরা হয়েছে। অথচ এ কলেজের একটি ছাত্রাবাসের এমন বেহাল দশা। কলেজ কর্তৃপক্ষ বলছে, সংস্কারকাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে ঠিকাদার কাজ শুরু করছেন না।