গাজী এনামুল হক (লিটন)
পিরোজপুরে টিসিবির পন্য বিক্রয় ৪র্থ পর্যায়ে সোমবার পিরোজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের ১ কোটি অসহায় দরিদ্র মানুষের জন্য সুলভ মূল্যে টিসিবির পন্য বিক্রয় ৪র্থ পর্যায়ে শুরু হলো পিরোজপুরে । প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নিম্ম আয়ের মানুষ এ পন্য নিতে আগ্রহের সাথে লাইনে দাড়িয়ে দাড়িয়েছিল।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে কাউন্সিলর কার্যালয়ের সামনে টিসিবির পন্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান এবং পিরোজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার জিদান আহমেদ জসিমসহ আরো অনেকে।
এ সময় ৫০০ জনের প্রত্যেককে ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার তেল বিক্রি করা হয়। ৪০৫ টাকা মূল্যের এই প্যাকেজ পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর এ উদ্দ্যোগ নিম্মআয়ের মানুষের জন্য খুব সহায়ক হয়েছে। সাধারন মানুষ তার জন্য দোয়া করে।