চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে তখনো বিদ্যুৎ পৌঁছায়নি। ঝিঁঝি পোকার আবহ সংগীতের সঙ্গে যখন রাত নামত, হারিকেন বা কুপি জ্বালিয়ে পড়তে বসতেন এস এম রকিবুল হাসান। আশপাশে নামী কোনো স্কুল ছিল না। শিক্ষকের সংখ্যাও ছিল হাতে গোনা। সেই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়া রকিবুল এখন যুক্তরাষ্ট্রের মার্সার ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক। নতুন ওষুধ আবিষ্কার করে কীভাবে রক্তনালির ত্রুটি সংশোধন করা যায় এবং উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়, তা নিয়ে গবেষণা করছেন তিনি। গবেষণার জন্য গত বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে পেয়েছেন ৪ লাখ ২৫ হাজার মার্কিন ডলারের অনুদান (৪ কোটি ৪০ লাখ টাকার বেশি)।