হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহযোগীতায় স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৯ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভায় প্রাথমিক বিদ্যালয় খুলনার উপ-পরিচালক মেহেরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারিদ্র পীড়িত এলাকার স্কুল ফিডিং উপ-প্রকল্প পরিচালক, উপ-সচিব মোহাঃ সোহেল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক মোঃ আবু সাঈদ, এপিডি-ডিপিই ঢাকা মোঃ রেজাউল করিম, পি টি আই সুপার বাবুল আক্তার, কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সহকারী পরিচালক মনিরুজ্জামান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মহৎপুর প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আহছান উল্লাহ, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মসজিদবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পাইকাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বানু, উকসা ইফতেদায়া মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, একেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ