সাগর মীর,ইতালী প্রতিনিধিঃ
যথাযোগ্য ধর্মিয় মর্যাদার মধ্যদিয়ে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী(সঃ)মাহফিল ও দোয়ার আয়োজন করে ইতালীতে বসবাসরত উলামায়ে কেরাম ও হিলাল কমিটি ইতালী।গত সোমবার ইতালীর রাজধানী রোমে,তরপিনত্তারা মুসলিম সেন্টার মসজিদে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে শিশু কিশোরদের পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে মাহফিল শুরু হয়।হিলাল কমিটি নির্বাহী সদস্য সহ মুসলিম মুসল্লিদের উপস্তিতি ছিল চোখে পরার মত।অন্যদিকে প্রতিবছরের ন্যায় ইতালীর রাজধানী রোমে, দীপাবালী পুজা উৎযাপন করেন হিন্দু সম্প্রদায়।তাদের বাসাগুলী প্রদীপ আলো দিয়ে আলিক করা হয়। তাদের কাছে দীপাবলী একটি গুরুত্বপূর্ণ উৎসব।গত সোমবার ঐম হিন্দু ইন্টারন্যাশনাল সোস্যাল এন্ড কালচার এসেসিয়েশন ও হিন্দু পূজা উদযাপন পরিষদের আয়োজন করে।তাদের রিতি অনুযানি পাঠা বলির ও আরাধনার মাধ্যমে পুজা সম্পুর্ণ করে।