মোঃ ছাবির উদ্দিন রাজু।।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ী বাজারের কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর গজারিয়া শাখা কার্যালয়ে সাবেক সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে গত রবিবার ১৩ নভেম্বর ২০২২ ইং বিকালে ৪নং গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে ৫৬ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবু তাহের মিয়া ও সিনিয়র সহ-সভাপতি মোঃ শরীফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি।
পবিত্র কোর আন তেলওয়াতের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু হয় করা
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী মোঃ রিয়াজুল হক, ভৈরব পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সাংবাদিক মোঃ বাবুল চৌধুরী ,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক ছাবির উদ্দিন রাজু প্রমূখ।
প্রধান অতিথি ভৈরব উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আব্দুস সালাম মিয়া বক্তব্যে বলেন, জাতীয় পার্টির উন্নয়নের পার্টি,জাতীয় পার্টি রাস্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করার পার্টি তাই আসুন সবাই জাতীয় পার্টির পতাকাতলে যোগ দিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করি।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য ও সাংবাদিক ছাবির উদ্দিন রাজু বলেন,এখন যে সময় জাতীয় পার্টিকে ত্রিনমুলে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সারাদেশে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন কে জোরদার করা হচ্ছে। জাতীয় পার্টি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একক নির্বাচন করবে এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী দিয়ে নির্বাচন করাবে। দেশে আবারো জাতীয় পার্টির ক্ষমতায় আসবে ইনশাল্লাহ । সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
জাতীয় পার্টির বিকল্প দেশে আর কোনো দল নেই। বর্তমানেও জাতীয় পার্টি জাতীয় সংসদে বিরোধী দল। তাই সামনে ক্ষমতাসীন দল হবে জাতীয় পার্টি। তরুণ প্রজন্ম কে সাথে নিয়ে জাতীয় পার্টি একক ভাবে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ ।জাতীয় পার্টির সরকার বার বার দরকার।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন।
এসময় নব নির্বাচিত সভাপতি মোঃ আবু তাহের মিয়া বলেন, আমাদের নব নির্বাচিত কমিটি যেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক ভূমিকা রেখে নির্বাচন সম্পন্ন করতে পারে সকলের সহযোগিতা চাই। পার্টির সুদিন ও দুর্দিনে সব সময় পাশে থেকে দল কে সু সংগঠিত করবো।
জাতীয় পার্টির সরকার বার বার দরকার।এ সময় গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।