দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিন ৮০ হাজার টাকা বেতনের চাকরিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন। কয়েক দিনের মধ্যে তিনি বেসরকারি ভেটেরিনারি মেডিসিন ফার্মে হেড অব টেকনোলজিস্ট হিসেবে যোগ দেবেন বলে জানিয়েছেন।
শরীফ উদ্দিন আজ মঙ্গলবার রাতে বলেন, তাঁকে নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ফোন করে পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করে। এভাবে সাড়া পেয়ে তিনি অভিভূত।
তথ্যসূত্রঃ ক্যাম্পাস টাইমস