শহরের নাম প্রেসিচ্চে। অবস্থান ইতালির পুগলিয়া অঞ্চলে। শহরটির কর্তৃপক্ষ আকর্ষণীয় একটি প্রস্তাব দিয়েছে। সেটি হলো প্রেসিচ্চে শহরে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে ৩০ হাজার ইউরো (৩১ লাখ টাকার বেশি)। এ সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। খবর সিএনএনের। প্রেসিচ্চে শহরের কাউন্সিলর আলফ্রেদো পালেসে বলেন, শহরটিতে ১৯৯১ সালের আগে নির্মাণ করা অনেক বাড়ি খালি পড়ে আছে। ওই বাড়িগুলো কেনার জন্যই অর্থ দেওয়া হবে। কারণ, তাঁরা চান খালি বাড়িগুলো আবার যেন মানুষে ভরে ওঠে।