মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন রেডিও নলতা ৯৯.২ এফ এম এর বাস্তবায়নে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐক্যমত তৈরির গুরুত্ব এবং যোগাযোগের ভূমিকা শীর্ষক ‘উৎকর্ষ’ অনুষ্ঠানের ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান (মহসিন) এবং দেবহাটা কলেজের প্রভাষক শেখ আল-আজাদ।
গ্যাপ ইন-এর পেস প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত উৎকর্ষ অনুষ্ঠানের এ পর্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার। নির্দেশনা ও উপস্থাপনায় ছিলেন রেডিও নলতার মো. মামুন হোসেন এবং কারিগরি সহযোগিতায় ছিলেন সাব্বির হুসাইন।