মোহাম্মদ জাহিদ খান:
টাঙ্গাইলের গোপালপুরে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে হাইব্রিড ধানবীজ। আজ শুক্রবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ ধানবীজ বিতরণ করা হয়।
৪ হাজার কৃষকের মধ্যে দুই কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
জানা গেছে, রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড এবং উচ্চফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু প্রমুখ।