বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার।।
ডুমুরিয়ায় স্ত্রী আত্মহত্যার ৮ মাস পর গলায় ফাঁস দিয়ে ইলিয়াস শেখ (২৫) নামে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গতকার ৪ঠা ডিসেম্বর রবিবার ভোরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাহাদুরপুর এলাকার রেজাউল শেখের ছেলে ইলিয়াস হোসেন জেল-হাজতে থাকাকালীন তার স্ত্রী ঋতু বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি জানার পর সে জেল-হাজত থেকে বেরিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারই জের ধরে সকালে সকলের অজান্তে প্রতিবেশী ইসলাম শেখের মৎস্য ঘেরে ভেড়িবাঁধে থাকা কৃষ্ণচূড়া গাছের ডালে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় নিহতের চাচা আতাউর রহমান শেখ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।