আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধিঃ বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে ৩ দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ স্কুল কর্তৃক আয়োজিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্বাবধানে ও বাংলাদেশ কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কুলের নিজস্ব ভূমিতে এই মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ৪ টায় বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ড.মুহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মহি উদ্দিন কায়েছ,লেবার কাউন্সিলর মাহফুজুর রহমান, দূতাবাসের প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী
সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।পরে উপস্থিত সবাইকে নিয়ে মেলার অবস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
আগামী ১৭ই ডিসেম্বর প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।এবারের মেলায় থাকছে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী সহ বিভিন্ন ধরনের স্টল।