জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে আশাশুনিতে শিক্ষা মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালেয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলার ৬ ক্লাস্টারের ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরণ নিয়ে মেলায় ৬টি ক্লাস্টারের ৬টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলে শিক্ষা উপকরণ প্রদর্শণ করা হচ্ছে। মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা শিক্ষা অফিসার মোসা: শামসুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: রবিউল ইসলাম, মো: আবদুর রকিব, মো: শাহজাহান আলী, মো: আবু সেলিম, মাছরুরা খাতুন, মো: ইদ্রিস আলী, ইন্সট্রাক্টর মো: ইমান উদ্দিন। মেলায় জেলা পর্যায়ের অতিথি হিসাবে সহকারী জেলা শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষা মেলার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন।