আনোয়ার হোসেন ঃ
একযুগ পূর্তি উপলক্ষ্যে রাজধানীর হাজারীবাগের ঝাউচরে লাইফ এন্ড কেয়ার হাসপাতালে গরীব অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।
আজ ১১ই জানুয়ারী ২০২৩ ইং রোজ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিনামূল্যে সকল ধরনের রোগী দেখা ও ৫০%ছাড়ে সকল পরিক্ষা করানো হয়,এবং রক্তের গ্রুপ বিনামূল্যে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ এমএইচ উসমানী (মেডিসিন) ,ডাঃ শারমিন জাহান পিয়া (গাইনী) ডাঃ আহমাদ সুন্মায়া তাহসিন (ডায়াবেটেলজি) ও ডাঃ এসএম রেজওয়ানুজ্জাম শাওন, (মেডিসিন বিশেষজ্ঞ)
এসময় সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষ লাইফ এন্ড কেয়ার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে দেখা যায়।
ডাঃ এমএইচ উসমানী বলেন কামরাঙ্গীরচরে বসবাসকারী গরীব মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তাকরে এমন আয়োজন করা হয়েছে একযুগ পুর্তিতে আজকে সকল ধরনের রোগীদের জন্য অত্র হাসপাতালে ৫০%ছাড় প্রদান করা হয়েছে। ঢাকা শহরে উন্নত হাসপাতালের চেয়ে স্বল্পমূল্যে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
একঝাঁক তরুন ডাক্তার দ্বারা সব ধরনের অপারেশন ও চিকিৎসা প্রদান করা হয়।
পশ্চিম হাজারীবাগের ঝাউচরে লাইফ এন্ড কেয়ার হাসপাতাল ২০১১ সালের ১১ ই জানুয়ারী প্রতিষ্ঠিত হয়।
সকলের জন্য ২৪ঘন্টা জরুরী বিভাগ চালু সহ সকল ধরনের পরিক্ষায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।