শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
সাতক্ষীরার দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ মাঠে ফিরোজা মজিদ ট্রাস্ট ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) ফিরোজা মজিদ ট্রাস্টের সহযোগীতায় ও সখিপুর উদয়ন সংঘের আয়োজনে এই টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ইকবাল মাসুদের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান, ডা: নজরুল ইসলাম, আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব আব্দুল মজিদ, উদয়ন সংঘের সভপতি আবু আব্দুল্লাহ আল আজাদ এবং সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ আরোও অনেকে।
খেলায় নালতা ক্রিকেট একাদশ, পারুলিয়া ক্রিকেট একাদশ, সখিপুর ক্রিকেট একাদশ, গাজিরহাট ক্রিকেট একাদশ, গরুহাট ক্রিকেট একাদশ, চৌবাড়ীয়া ক্রিকেট একাদশ ও ইন্দ্রনগর ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।
উক্ত খেলায় গাজিরহাট চাম্পিয়ন ও পারুলিয়া গরুহাট একাদশ রানার্সআপ হয়।