গাজীপুর ( টঙ্গী) প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান
টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় এবার শুরু হয়েছে। প্রথমপর্বের আমবয়ান মূল আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার থেকে।
এরই মধ্যে ইজতেমার মাঠে মুসল্লিদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা অবস্থান নিচ্ছেন ইজতেমা ময়দানে। এক দিন আগেই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে।
ইজতেমায় আগতদের মুসলিলদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩০টি ওয়াচ টাওয়ার ও ৪২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে নিয়োজিত রয়েছে পুলিশ ও র্যাব সদস্যরা।
আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব।